হাকিমপুরে চোরাই গরুসহ গ্রেপ্তার ৯
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গরুচোর সন্দেহে তিনটি গরুসহ নয়জনকে আটক করে এলাকাবাসী। আজ মঙ্গলবার উপজেলার আলীহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা নদীর ঘাট থেকে স্থানীয়রা তাদের আটক করে।
জানা গেছে, আজ সকাল ৯টায় ঘোড়াঘাট থেকে গরুবোঝাই একটি ট্রাক হিলির দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় মেহেশপুর ঘাট এলাকার লোকজনের সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সংকেত দেয় তারা। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ট্রাকটি কাশিয়াডাঙ্গা নদীর ঘাটে পৌঁছালে স্থানীয়রা তাদের আটকে থানায় খবর দেয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কাশিয়াডাঙ্গা নদীর ঘাটে তিনটি গরুসহ একটি ট্রাক স্থানীয়রা আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা তিনটি গরুসহ নয়জনকে গ্রেপ্তার করে।
প্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চকপাড়া জামালপুর গ্রামের আব্দুল মনিম, নীলফামারী সদর উপজেলার বেলাডাঙ্গা গ্রামের লিটন চন্দ্র ও একই উপজেলার বাগানবাড়ি গ্রামের হযরত আলী, দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের মুশফিকুর রহমান, বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের তাপস দাস, সদর উপজেলার বোদাবাড়ী গ্রামের কৃষ্ণ দাস, যলীবাড়ি গ্রামের আরিফ হোসেন, বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্দপুর গ্রামের সুজল দাস ও সাধু চন্দ্র দাস।
পরে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।