হাবিপ্রবির দুই ছাত্র হত্যার আসামি রজ্জব ৫ দিনের রিমান্ডে
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জোড়া খুনসহ ছয় মামলার আসামি আবু ইবনে রজ্জবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাহারোল-বোচাগঞ্জ) শারমীন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
বোচাগঞ্জ ছাত্রদল নেতা মঞ্জু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে হাবিপ্রবির দুই ছাত্র হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে দুই দিনের রিমান্ড নেওয়া হয়েছিল।
আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে ছিলেন অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম ও অ্যাডভোকেট শহিদুর রহমান।
হাবিপ্রবির দুই ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলায় দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব (৩৮) ও বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সুজনকে (৩৪) গত ১১ জুন গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তাঁদের দুজনকেই নিজ নিজ মহল্লা ও বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
সাব্বির আহম্মেদ সুজন জোড়া খুন মামলাসহ পাঁচটি মামলার আসামি। তাঁর দুই দিনের রিমান্ড শেষ হয়েছে।
এদিকে, গত সোমবার রাতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন বুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবু ইবনে রজ্জবকে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা ঘোষণা করা হয়।
২০১৫ সালের ১৬ এপ্রিল রাতে হাবিপ্রবিতে দুপক্ষের সংঘর্ষে শিক্ষার্থী জাকারিয়া মিল্টন ও মাহামুদুল হাসান নিহত হন। এ বিষয়ে ১৯ এপ্রিল ৪২ জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।