হিলিতে বগি লাইনচ্যুত, দিনাজপুর ট্রেন বিচ্ছিন্ন
দিনাজপুরের হিলি স্টেশনের অদূরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে দিনাজপুরের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলার ঢেলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
সন্ধ্যা ৬টার দিকে এসআই আরো বলেন, বগি উদ্ধারের জন্য পার্বতীপুর জংশনে খবর পাঠানো হয়েছিল। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। আশা করা যায়, সাড়ে ৭টার মধ্যে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। ঢেলুপাড়া জায়গাটি হিলি স্টেশন থেকে সাত কিলোমিটার উত্তরে।