আশুগঞ্জে ট্রেন থেকে পড়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নদীতে পড়ে যাওয়া সেই যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম সফিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৌরতলা এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শারফুল আহমেদ ভূঁইয়া জানান, গতকাল বিকেলে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে জয়ন্তিকা ট্রেনে গ্রামের বাড়ি ফেরার পথে আশুগঞ্জ মেঘনা নদীর রেলব্রিজ অতিক্রম করার সময় সফিকুল ট্রেন থেকে নদীতে পড়ে যান। এ সময় তাঁর পাশে থাকা জাহিদ নামের একজন সফিকুলের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় খোঁজ করে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আশুগঞ্জে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর সফিকুলের লাশ উদ্ধার করে।