আবারও গুলি না চালানোর অঙ্গীকার করল বিএসএফ
বাংলাদেশি জনগণের ওপর গুলি না চালানোর অঙ্গীকারের কথা আবারও জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা।
আজ বুধবার বেনাপোলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং বিএসএফের মধ্যে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এ কথা জানানো হয়।
বেনাপোলে সীমান্ত সুরক্ষায় মাদক, অস্ত্র, চোরাচালান, জঙ্গি ও অনুপ্রবেশ রোধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিজিবির পক্ষে ২০ সদেস্যর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন। বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি মৃদুল সেনোয়াল ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিএসএফের ২০ সদস্যের প্রতিনিধিদলকে সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ফুল দিয়ে বরণ করে নেন বিজিবির কর্মকর্তারা। পরে বিজিবি দল বিএসএফের ডিআইজিকে গার্ড অব অনার দেয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন, ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান, আরআইবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খবির হোসেন, খুলনা বিজিবির স্টাফ অফিসার অতিরিক্ত পরিচালক (অপারেশন) নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে অস্ত্র, মাদক চোরাচালান ও জঙ্গি অনুপ্রবেশ রোধে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়।