জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে বুধবার চূড়ান্ত বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর বিষয়ে আগামী বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে কাজ হস্তান্তরের রূপরেখা নির্ণয় করা হবে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শারমিন এই ঘোষণা দেন।
কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে আমাদের কাজে দেরি হচ্ছিল। এখন তা অনেকটা সহজ হয়েছে। ১৫ তারিখ এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। আমরাও তৎপর আছি।’ এ সময় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক, অর্থ পরিচালকসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
এদিন সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূটি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে গতকার রোববার অনশন কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলনের সূচনা হয়।