মেহেরপুর সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রূপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
আজ শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার ১০৬-এর সাব পিলার ৪-এর কাছের জমিতে সেচ দেওয়ার সময় রূপচাঁদকে ধরে নিয়ে যাওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ জানান, ঘটনার সময় সোনাপুর মাঝপাড়া গ্রামের ফকির শেখের ছেলে রুপচাঁদ শেখ সীমান্তে কাঁটাতারের বেড়াসংলগ্ন জমিতে পানি সেচ দিতে গিয়েছিলেন। তিনি জমিতে দ্রুত ও সহজে যাওয়ার জন্য ভারতের জমির আলপথ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় টহলরত ভারতের নদীয়া জেলার চাঁপড়া থানার জিন্দা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাঁকে ধরে নিয়ে যায় ।
বিজিবির এই কর্মকর্তা জানান, ঘটনাটি জানতে পেরে মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে সকালেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। কিন্তু জিন্দা বিএসএফ ক্যাম্প পতাকা বৈঠকে বসতে রাজি হয়নি।
বিএসএফ রুপচাঁদকে এরই মধ্যে চাঁপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান আমির।