পুলিশের পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম আতিয়ার রহমান (৫৫)। তিনি উপজেলার কসবা গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। তাঁর ইটভাটার ব্যবসা রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আতিয়ার রহমান বামুন্দী বাজার থেকে মোটরসাইকেলে করে গাংনীতে যাওয়ার পথে পুলিশের একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান ওসি।