নেত্রকোনায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় ঝড়ে বিধ্বস্ত বিদ্যুতের খুঁটি পুনঃস্থাপন ও বিদ্যুৎ সংযোগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। জেলার কলমাকান্দা সনুই বাজারে বুধবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কলমাকান্দার সুনই, মাছিয়াল, দ্বীতপুর ও কেওরাশী এ চারটি গ্রামের তিন শতাধিক পরিবার ১৫ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন আছে। এ ছাড়া গ্রামগুলোর বাজারের ১০০ দোকান, দুটি রাইস মিল, একটি করাতকল গত ১৫ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।
মানববন্ধনে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বিদ্যুৎ পুনঃসংযোগের দাবি জানিয়ে সুনই বাজার কমিটির সভাপতি আবদুল হক, বাজার কমিটির সদস্য মোহাম্মদ হায়দার, ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার সামছুল হক, ডা. রহিছ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২০ মে কেওরাশী এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি ঝড়ে বিধ্বস্ত হয়ে হেলে পড়ে যায়। কিন্তু এ ঘটনার পর ১৫ দিন অতিবাহিত হলেও তা এখনো মেরামত করা হয়নি।