মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
মেহেরপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও মোটরচালিত ভ্যানের সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্য ৬টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন আনসার সদস্য।
মেহেরপুরের সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের আমঝুপি ফার্মের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনসার সদস্য হলেন, আনিছুর রহমান (২৮)। আর আহত আনসার সদস্যের নাম নাছির উদ্দীন (৫০)।
হতাহত দুজনই চুয়াডাঙ্গা ডিঙ্গেদাহ-২৬ আনসার ব্যাটালিয়নের সদস্য। তারা মেহেরপুর আনসার ভিডিপি কার্যালয়ে কর্মরত ছিলেন ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)মেহেদি হাসান জানান, আনিছুর রহমান ও নাছিরউদ্দীন চুয়াডাঙ্গার ব্যাটালিয়ন অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে মেহেরপুরে ফিরছিলেন। পথে আমঝুপি ফার্মের সামনে পোঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে একটি মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ওই দুই আনসার সদস্য।
দুর্ঘটনার পর স্থানীয়রা এই দুই আনসার সদস্যকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আনিছুরের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান। আহত নাছির উদ্দীন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।