সাংবাদিক শিমুল হত্যা
পৌর মেয়র মীরুর গাড়িচালক গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার অন্যতম আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুর গাড়িচালক শাহীন আলমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে জেলার বেলকুচি উপজেলার বেলকুচির স্টারলিট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। শাহীনের বাড়ি শাহজাদপুর উপজেলার নলুয়া দক্ষিণপাড়ায়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো বলে তিনি জানান।