‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি গুলিবিদ্ধ
পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি ও ৫০০ ইয়াবা উদ্ধার করার দাবি করেছে।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, পাবনা ডিবি পুলিশের একটি দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেবুনিয়ায় মহাসড়কে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে মো. আবু হানিফ ওরফে বার্মা লিটন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে আটক করা হয়। লিটনকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লিটনের বাড়ি পাবনা সদর উপজেলার লস্করপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকের দুটি মামলা রয়েছে। এ ঘটনায় পাবনার ডিবি পুলিশ লিটনের বিরুদ্ধে সদর থানায় আরো একটি মামলা করেছে।