কোটচাঁদপুরে কাঠ রিফাইনের বয়লার বিস্ফোরণে নিহত ২
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিজাইন কারখানায় বয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম কুমার ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর তিনজন। তাঁদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আলমগীর নামের একজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান বিস্ফোরণে কারাখানার পিছনের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত দুজনের শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়নি। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
কী কারণে ঘটনটি ঘটেছে এমন প্রশ্নের উত্তরে ওসি জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত তাপে বয়লার বিস্ফোরণে হতহতের ঘটনা ঘটেছে।
এদিকে বিস্ফোরণের বিষয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলেননি কেউ।
জানা যায় ঘটনাস্থলের কাছে ফায়ার স্টেশনটি। অভিযোগ উঠেছে ডিজাইন কারখানাটির বিষয়ে অবহিত থাকার পরও ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসন আইনি কোনো ব্যবস্থা নেয়নি। যে কারণে অকালে প্রাণ গেল দুই শ্রমিকের।