রংপুরে গাছে বাসের ধাক্কা, তিনজন নিহত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন আবদুর রাজ্জাক।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত সবার বাড়ি ঠাকুরগাঁও অঞ্চলে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, বুধবার শেষ রাতের দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল রূপসী পরিবহনের একটি বাস। এটি পীরগঞ্জ থানার মকিমপুর ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এ সময় এটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।