বাংলাদেশের আহ্বানে সাড়া দেয়নি মিয়ানমার
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে অপহৃত বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে পতাকা বৈঠকে সাড়া দিচ্ছে না প্রতিবেশী দেশটি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দর রেস্টহাউসে পতাকা বৈঠকের কথা থাকলেও এখনো কোনো সাড়া মেলেনি। এর ফলে নায়েক রাজ্জাকের ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।
এ বিষয়ে বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান বলেন, ‘মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের ব্যাপারে তাদের পক্ষ থেকে এখনো কোনো সবুজ সংকেত মেলেনি। আমরা এখনো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অপেক্ষায় আছি।’
কর্নেল আনিসুর রহমান আরো বলেন, নায়েক রাজ্জাক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছে। তিনি নিরাপদ ও সুস্থ আছেন।
প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা বুধবার সকালে দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করেন বিজিবির সদস্যরা। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলি চালায়। এতে বিপ্লব নামের এক বিজিবির সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গোলাগুলির ঘটনা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।