‘আমরা মাঠে সাহায্য দেই, খালেদা জিয়া ঢাকায় বিবৃতি দেন’
সুনামগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার বেলা ১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে ২৮১টি কৃষক পরিবারের প্রত্যেকে ৩৮ কেজি চাল ও ৫০০ টাকা করে বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে নাসিম বলেন, ‘আপনারা শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখতে পারেন, যেভাবে মানুষের সাহায্য করা দরকার, তা আমরা করছি। এ ব্যাপারে যা যা করণীয় করা হবে। আজকে সাহায্য দিতে এসেছি, কোনো বক্তৃতা দিতে আসি নাই। যারা বক্তৃতা দেয় তারা ঢাকায় বসে বক্তৃতা দিচ্ছে। আজকে দেখেন আমাদের সরকারের সবাই এসেছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীসহ সবাই এসেছে। আর খালেদা জিয়া (সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন) ঢাকায় বসে বিবৃতি দিচ্ছেন। আমরা মাঠে এসে মানুষকে সাহায্য দিচ্ছি। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীয় বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম প্রমুখ।
পরে হাওরবাসীদের জন্য বিশেষ চিকিৎসা টিমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এই টিম সারা বছর হাওরবাসীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে।