সুনামগঞ্জের হাওরে ত্রাণ বিতরণ
সুনামগঞ্জের সর্ববৃহৎ হাওর ‘দেখার হাওর’ পাড়ের তিন গ্রামের দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছে হাওর বাঁচাও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় এই ত্রাণ বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের গোয়ারছড়া, রউয়ারপাড় ও হাছনবসত গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে তিন কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, এক কেজি চিঁড়া, গুড়, ভোজ্য তেল, লবণ, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নৃপেশ রঞ্জন তালুকদার নানু, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা ইসমাইল আলী, হাওর বাঁচাও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সদস্য সাংবাদিক শামস শামীম, রাজু আহমদ, মাহমুদুর রহমান তারেক প্রমুখ।