‘রূপকল্প ২০৩০ নিয়ে মাঠে নামবেন খালেদা জিয়া’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রূপকল্প ২০৩০ নিয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে বিএনপি।’ তিনি জানিয়েছেন, সারা দেশে রূপকল্প ছড়িয়ে দিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। দল গোছানোর কাজ শেষ হলে মাঠে নামবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও।
এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিষয়ভিত্তিক সেমিনারের পাশাপাশি প্রতি জেলায় এ নিয়ে সভা করবে দলটি। বিএনপি যে ইতিবাচক রাজনীতি করে তা দেখাতেই নির্বাচনকালীন সহায়ক সরকারের আগে ভিশন টোয়েন্টি-থার্টি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপক্ষের যে প্রচারণা সে প্রচারণাগুলোকে অফসাইড করার জন্যই; আমরা যে ইতিবাচক রাজনীতি করি, করতে চাই সেটাই আমরা প্রকাশ করতে চেয়েছি।’ তিনি আরো বলেন, ‘বর্তমানে যে রাজনীতি চলছে, বর্তমানে যে প্রেক্ষাপট, জনগণ একটা ইতিবাচক রাজনীতি চায়। সে বিষয়গুলো আনা হয়েছে। এটা এ দেশের মানুষের অনেক দিনের দাবিও ছিল যে বিএনপি কী করতে চায়; সে কথাগুলো আমরা বলেছি।’
সারা দেশে রূপকল্প ছড়িয়ে দিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দল গোছানোর কাজ শেষ হলে মাঠে নামবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।’ তিনি আরো বলেন, ‘কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। সমস্ত জেলাগুলোতে এ বিষয়গুলোর ওপর আলোচনা হবে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে আমাদের কাগজ চলে যাবে। আমরা ঢাকায় অনেকগুলো সেমিনার করব প্রতিটি বিষয়ের ওপর। এর মধ্য দিয়ে আমরা তা প্রচার করতে থাকব।’
প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য কীভাবে আনা হবে তা নিয়ে বিএনপি আগে থেকেই কাজ শুরু করতে চায়। মির্জা ফখরুল বলেন, ‘এটা আমাদেরকে এখনো ওয়ার্ক আউট করতে হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞ ও পার্লামেন্টারিয়ান ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে আমরা একটি জায়গায় আসার চেষ্টা করব।’
দেশকে উচ্চ মধ্যম আয়ে উন্নীত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে গত ১০ মে ‘রূপকল্প ২০৩০’ ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির ওপর ভিত্তি করে এই রূপকল্প তৈরি করা হয়েছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল।