সাভারে বাসের ধাক্কায় জাবির আরেক শিক্ষার্থী নিহত
তাবলিগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে রাজধানীর উপকণ্ঠ সাভারে বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ নিয়ে দুজন নিহত হলো।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান রানা (২৪) এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসাইন (২৪)। রানার বাড়ি পাবনা সদর থানায়। আরাফাত হোসাইনের বাড়ি নরসিংদী জেলায়।
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে।
এ ঘটনার প্রতিবাদে আজ দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে কয়েক মিনিটের মাথায় ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শুক্রবার ভোরে রানা ও আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলিগ শেষে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় সিঅ্যান্ডবি এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁদের অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় রানা ও আরাফাত গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরাফাতকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে আরাফাত মারা যায়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।