ভিক্ষুর ছদ্মবেশে ইয়াবা ব্যবসা!
বান্দরবানে তিন হাজার ইয়াবা বড়িসহ ওয়ারা চারা (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করার দাবি করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আজ বুধবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের হোটেল হিলবার্ডের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় বৌদ্ধভিক্ষুদের মতো পোশাক পরা ছিলেন ওয়ারা চারা।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক আবদুর রহিম জানান, এনএসআইয়ের পরিচালক মো. শাহজাহানের নেতৃত্বে গোয়েন্দা সংস্থার সদস্যরা ক্রেতা সেজে ফাঁদ পেতে ইয়াবা ট্যাবলেটের ১৫টি প্যাকেটসহ ওয়ারা চারাকে আটক করেন। ওই ১৫ প্যাকেটে তিন হাজার ইয়াবা বড়ি ছিল।
আবদুর রহিম জানান, তাঁদের ধারণা ওয়ারা চারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। কিন্তু তিনি বৌদ্ধভিক্ষুর ছদ্মবেশে আছেন।
আটক ওয়ারা চারা বলেন, জেলার রোয়াংছড়ি উপজেলার লিরাগাঁও পাড়ার শৈহ্লা অং মারমা তাঁকে ইয়াবা বড়িগুলো দিয়েছিলেন প্রতিটি ৫৫ টাকা পাইকারি দামে একজনকে বিক্রি করে দিতে।
ওয়ারা চারা আরো জানান, তিনি ভারতের গোহাটি এলাকায় লেখাপড়া করেছেন। বর্তমানে লামা উপজেলার গজালিয়া কম্বোনিয়া বৌদ্ধমন্দিরে থাকেন।
এনএসআইয়ের পরিচালক শাহজাহান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বৌদ্ধভিক্ষুর ছদ্মবেশ নিয়ে বান্দরবানে ইয়াবা ব্যবসা করছিল। আটক ওয়ারা চারা স্বীকার করেছেন, তাঁর মতো ছদ্মবেশ নিয়ে আরো অনেকে ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।