ঝিনাইদহে এনটিভির এক যুগপূর্তি উদযাপিত
‘সময়ের সাথে আগামীর পথে’ এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আজ রোববার ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি উদযাপিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজন করা হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের। এতে শুভেচ্ছা বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুল রহমান খুররম, বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, প্রবীণ রাজনীতিবিদ মনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিল আহম্মেদ, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বি এম রেজাউল করিম, জেলা তথ্য কর্মকর্তা এ এস এম কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক মুন্সি নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইনসহ রেডিও ঝিনুক, বেসরকারি সংস্থা এইড, শোভা, সৃজনী ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা।
অতিথিরা এনটিভির প্রশংসা করেন এবং আরো এগিয়ে যাওয়ার পথের সাথি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃষ্টিশীল বিনোদনের জন্য এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ প্রতিষ্ঠানের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় এনটিভি পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এনটিভি পরিবারের পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ঝিনাইদহের নিজস্ব প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান। তিনি দীর্ঘ এক যুগ এনটিভির সঙ্গে থাকার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাট্যব্যক্তিত্ব শাহিনুর আলম লিটন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা পুলিশ সুপার, পৌর মেয়রসহ অতিথিরা অংশ নেন।
সন্ধ্যায় এনটিভি দর্শক ফোরামের পক্ষ থেকে ঝিনাইদহ কার্যালয়ে নৈশভোজে ও আড্ডার আয়োজন করা হয়েছে।