লাশ নিয়ে ফিরতে গিয়ে হলেন ‘লাশ’!
ঢাকার ধামরাইয়ে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর বাথুলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে স্বজনরা ফরিদপুর যাচ্ছিলেন। পথে ধামরাইয়ের বাথুলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের মধ্যে দুজন নিহত হন। আহত হন দুজন।
খবর পেয়ে গোলরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে ওসি জানান।