বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ১০
ঈদের তৃতীয় দিনে ঢাকার ধামরাই, খাগড়াছড়ি ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : সকাল সাড়ে ৮টার দিকে জেলার গুইমারার কালাপানি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতরা হলেন মাটিরাঙার খেদাছড়া এলাকার রিপনা বেগম (২৪) ও তাঁর চার বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস এবং গুইমারার হাফছড়ি এলাকার তরিকুল (২০)। আহতদের গুইমারা ও মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ জানান, সকালে এম মোরশেদ পরিবহন নামের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে গুইমারার কালাপানি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে বাসের নিচে চাপা পড়ে রিপনা বেগম ও তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস এবং তরিকুল নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
এবিএম ফজলুর রহমান, পাবনা : বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছিতে বাসের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
তালগাছিতে নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি গ্রামের নুরু শেখ (২৮), একই গ্রামের শরীফুল ইসলাম (৩০) ও আনোয়ার হোসেন (৩২)।
শাহজাদপুর থানার উপপরিদর্শক জাহিদ হাসান জানান, উল্লাপাড়া থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক শাহজাদপুর যাচ্ছিলেন। তাঁরা তালগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শাহজাদপুরের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। পরে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া দুপুর ২টার দিকে উল্লাপাড়ায় বাসচাপায় সবুজ হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
জাহিদুর রহমান, সাভার : ঢাকার ধামরাইয়ে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে স্বজনরা ফরিদপুর যাচ্ছিলেন। পথে ধামরাইয়ের বাথুলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের মধ্যে দুজন নিহত হন। আহত হন দুজন।
খবর পেয়ে গোলরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে ওসি জানান।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : সদর উপজেলার ভেন্নাবাড়িতে পিকআপভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম দিলীপ সরকার (৫০)। তাঁর বাড়ি উপজেলার সাতপাড় এলাকায়। আহত শ্রমিকদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়িও একই এলাকায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই ) ফরিদুল ইসলাম জানান, সকালে সাতপাড় এলাকা থেকে বেশ কয়েকজন শ্রমিক পিকআপভ্যানে করে টেকেরহাট এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। পথে ভেন্নাবাড়ি এলাকায় পিকআপভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিলীপ সরকার নিহত হন। এ সময় আট শ্রমিক গুরুতর আহত হন।