দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হঠাৎ ব্রেক, প্রাণ গেল দুজনের
পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার আরজোপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (২৫) ও একই উপজেলার দড়ি নাজিরপুর গ্রামের বাসিন্দা শিপন হোসেন (২৩)।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র মণ্ডল বলেন, আজ দুপুরে আশরাফুল ও শিপন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আটঘরিয়া থেকে দাশুড়িয়া যাচ্ছিলেন। পথে দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের ইক্ষু খামারের সামনে হঠাৎ ব্রেক ধরলে মোটরসাইকেলসহ তাঁরা ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।