দিনাজপুরে এনটিভির বর্ষপূর্তি পালিত
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। মোরশেদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাবেক প্যানেল মেয়র মো. আলতাফ হোসেন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, দেশে-বিদেশে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে এনটিভি। এনটিভির এই অগ্রযাত্রা অটুট থাকবে। ‘সময়ের সাথে আগামীর পথে’ এনটিভির এই স্লোগানকে সামনে রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে। এনটিভি বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেলে পরিণত হয়েছে।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী কমিটির সদস্য রাহবার কবির পিয়াল, ন্যাপ সভাপতি মঞ্জুরুল আলম, ছাত্রছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।