দিনাজপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
দিনাজপুরের কাহারোল উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে উপজেলার ১৬ মাইল রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন উপজেলার রামপুর গ্রামের গোকুল চন্দ্র রায় (৪৫), ডহনডা গ্রামের অখিল চন্দ্র রায় (৬৮) ও একই গ্রামের শুভ চন্দ্র রায় (৪৫)।
তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সোমবার দিবাগত রাত ১টার দিকে কাহারোল উপজেলার ১৬ মাইল রামপুর এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী গোকুল চন্দ্র, অখিল চন্দ্র ও শুভ চন্দ্র নিহত হন। আহত হন আরো পাঁচ যাত্রী।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।