দিনাজপুরের জেলা প্রশাসকের অপসারণ দাবি
দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে অপসরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট।
আজ শনিবার দিনাজপুর প্রেসক্লাবে ‘দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট’ এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ মিঠুর বিচার চাইতে গিয়ে জেলা প্রশাসক মিথ্যা অভিযোগ তুলে দ্রুত বিচার আইনে মামলা করেছে। জেলা প্রশাসকের কক্ষের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তাঁর মিথ্যাচারের প্রমাণ দেবে।’
আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের জেলা প্রশাসক থাকলে অন্যায়কারীরা আশ্রয়-প্রশ্রয় পেয়ে প্রতিনিয়ত নতুন ঘটনার জন্ম দেবে। তাই আমরা সরকারের কাছে দাবি করছি, তাঁকে দ্রুত অপসারণ করে দিনাজপুরের জনমতকে মূল্যায়ন করা হোক। অন্যথায় দাবি আদায়ের জন্য আন্দোলনের মাত্রা আরো বেগমান হতেই থাকবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সিপিবির জেলা সভাপতি আলতাফ হোসাইন, উদীচীর জেলা সভাপতি রেজাউর রহমান রেজু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, মো. আলাউদ্দিন ও জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নের ঘটনায় দিনাজপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান জোটের নেতারা। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষে আবুল কালাম আজাদসহ চারজন বিশিষ্ট নাগরিক ও অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে করা মামলার প্রতিবাদেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।