বিসিবির কোচের বিরুদ্ধে প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানির মামলা
এক প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিনাজপুর জেলার কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, এক প্রমীলা ক্রিকেটারের বাবা বাদী হয়ে গতকাল শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
গত ১ জুন মিঠুর বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলমের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন প্রমীলা ক্রিকেটারের বাবা।
এরপর মিঠুকে বহিষ্কারের দাবি তুলে দিনাজপুরের ‘নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট’।
মামলার এজাহারে বলা হয়, তাঁর মেয়ে (নাবালিকা) তিন বছর ধরে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর অধীনে অনুশীলন করে আসছে।
মেয়েটি গত ১ জুন বিকেলে মাঠে অনুশীলনের সময় পায়ে বলের আঘাতে জখম হয়। তখন অপর একজন প্রমীলা ক্রিকেটার মেয়েকে মাঠে অবস্থিত স্পোর্টস ভিলেজে নিয়ে যান। এ সময় মিঠু ওই মেয়েটিকে সেখান থেকে বের করে কৌশলে মাঠে পাঠিয়ে দেন। পরে চিকিৎসার নামে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করেন বাদী।
এ সময় মেয়েটির চিৎকারে মিঠু তাঁকে ছেড়ে দিলেও ঘটনা প্রকাশ না করার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর বিসিবির কোচের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান ‘নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের’ নেতারা। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষে আবুল কালাম আজাদসহ চারজন বিশিষ্ট নাগরিক ও অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে করা এ মামলা দায়ের করা হয়।
এরপর গতকাল বিকেলে জোটের নেতারা দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন। আরে রাতে কোচের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।