দিনাজপুরে একজনকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কামারের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খতিব সুদারু (৫৫)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে চিরিরবন্দরের বিন্যাকুড়ি থেকে মোটরসাইকেলে করে বেকিপুল এলাকায় যাচ্ছিলেন খতিব সুদারু। পথে কামারের ডাঙ্গা এলাকায় কালভার্টের কাছে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ঘটনার পর পথচারীরা খতিব সুদারুকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর গলা, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেওয়া হয়েছে।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।