হিলিতে ট্রাপচাপায় দুই পুলিশ নিহত, চালক গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাই সিদ্দিক (৩৫) ও কনস্টেবল আশরাফুল ইসলাম (৫০) হাকিমপুর থানায় কর্মরত ছিলেন।
এদিকে, আজ শুক্রবার এএসআই সিদ্দিককে নীলফামারী সদরের দিঘলডাঙ্গী তাঁর নিজ গ্রামে এবং কনস্টেবল আশরাফুলকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তাঁর নিজ গ্রাম বেতকাপায় দাফন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে এএসআই সিদ্দিক ও কনস্টেবল আশরাফুল দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিলেন। পথে স্থানীয় হীরামতি সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে দুজনই মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, নিহত দুই পুলিশ সদস্যের জানাজা গতকাল রাতে দিনাজপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এরপর তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ট্রাকচালক শামসুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।