পার্বতীপুরে ধর্ষণের শিকার শিশুর অবস্থা গুরুতর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে প্রথমে হলদিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাক আহম্মেদ জানান, আজ শুক্রবার দুপুর ১টার দিকে পার্বতীপুর উপজেলার একটি নির্মাণাধীন বাড়িতে শিশুটিকে একা পেয়ে একই এলাকার জাকারিয়া (১৮) ধর্ষণ করেন। শিশুটির মুখ বেঁধে রাখা হয়েছিল। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. ইয়াসমিন ইসলাম জানান, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর। তার রক্তের প্রযোজন।
ওসি মোস্তাক আহম্মেদ জানান, জাকারিয়াকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে মামলা করা হবে।
শিশুটির স্বজনরা এ ঘটনায় জাকারিয়ার বিচার দাবি করেন।