এসআইয়ের বিরুদ্ধে কাউন্সিলরকে ক্রসফায়ারের হুমকির অভিযোগ
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তির বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যার হুমকির অভিযোগ তুলেছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকবর আলী অরেঞ্জ।
আজ রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আকবর আলী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকবর আলী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কোতোয়ালি থানার এসআই বিপ্লব কান্তি দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে হয়রানি করছেন। গত ২২ এপ্রিল রাতে ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তিনজন মোটরশ্রমিককে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করেন এসআই বিপ্লব। সেই সময় আটক ব্যক্তিদের কাছে ঘুষ দাবি করেন এসআই। স্থানীয় লোকজন এর প্রতিবাদ জানালে এসআই বিপ্লব থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে তাঁকেসহ ওই তিন শ্রমিককে আটক করে নিয়ে যান। পরে ওই তিন শ্রমিককে ছেড়ে দেওয়া হলেও পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ এসে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করে কাউন্সিলরকে জামিনে মুক্তি দেন।
আকবর আলীর ভাষ্য, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এসআই বিপ্লব তখন থেকেই প্রতিশোধ নিতে নানাভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৩১ জুলাই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার ২০ থেকে ২৫ জন মানুষকে ডেকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সাক্ষী বানানোর চেষ্টা করেন। একটি বানোয়াট অভিযোগ নামায় আটজনের স্বাক্ষর করে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
কাউন্সিলর আকবর আলী বলেন, ‘স্থানীয় মাদক ব্যবসায়ী হিরা ও তাঁর মাকে এলাকা থেকে উচ্ছেদের জন্য আমরা এলাকাবাসীর গণস্বাক্ষরসহ পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করেছি। এ জন্যই ক্ষিপ্ত হন এসআই বিপ্লব।’
‘গত ২ আগস্ট রাত ৯টায় পুলিশ পিকআপে সঙ্গীয় ফোর্সসহ ফুলবাড়ি বাসস্ট্যান্ডে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে বলেন, আগেরবার বেঁচে গিয়েছিস। এবার ক্রসফায়ারের জন্য তৈরি থাক। আমরা জনগণের প্রতিনিধি হয়েও মানুষের সেবাদানের পরিবর্তে এখন আতঙ্কিত জীবন যাপন করছি’-বলেন আকবর আলী।
জননিরাপত্তার স্বার্থে এসআই বিপ্লব কান্তি রায়ের অপতৎপরতারোধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াজুল ইসলাম, সিদ্দিক হোসেন, পিয়ার আলী, সিরাজুল ইসলাম, মুজাম উদ্দীন প্রমুখ।