হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের রাখিবন্ধন
দিনাজপুরের হিলি সীমান্তে রাখিবন্ধন উৎসব উদযাপন করলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা আজ সোমবার একে অপরের কপালে ফোঁটা দিয়ে হাতে রাখি পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান।
বেলা ১১টার হিলি সীমান্তের জিরো পয়েন্টে এ উৎসবের আয়োজন করা হয়। এতে দুই সীমান্তরক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্য, দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রী ও স্থানীয় লোকজন অংশ নেয়।
এ সময় বিএসএফের হিলি বিওপি ক্যাম্পের ইন্সপেক্টর এসি মিথিলেশ কুমার বলেন, ‘ভারতে রাখিবন্ধন উৎসব জাতীয়ভাবে উদযাপন করা হয়। সেই লক্ষ্যে আজকের দিনটি স্মরণীয় করে রাখতে সীমান্তে এই আয়োজন করা হয়েছে। আমরা বিএসএফের পক্ষে বিজিবির নারী সদস্যদের মিষ্টিমুখ করিয়ে হাতে রাখি পরিয়ে দিয়েছি। পুরুষ সদস্যদের সঙ্গে কোলাকুলি করেছি।’
এই ধরনের অনুষ্ঠান বিএসএফ ও বিজিবির মধ্যে সম্পর্ককে আরো সুদৃঢ করবে বলে জানিয়েছেন বিএসএফের এই কর্মকর্তা।
এদিকে বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাহবুব আলম বলেন, ‘এই প্রথম বিজিবির নারী সদস্যরা এই ধরনের আয়োজনে অংশ নেন। এতে আমাদের পাশাপাশি বিজিবি ও বিএসএফের নারী সদস্যদের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দেশবাসীর কাছে পৌঁছানো গেছে।’