গরু খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ কিশোরের লাশ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর তাপস রায় (১৫) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সিংড়া শালবন জাতীয় উদ্যান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাপস বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের শিমুল রায়ের ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চাউলিয়া গ্রামের এক তরুণ গরু খুঁজতে উদ্যানের শালবনের ভেতরে গেলে তাপসের লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের বিষয়টি জানায় সে। পরে বীরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার সকাল ৭টার দিকে তাপস বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে মঙ্গলবার সন্ধ্যায় শালবনে তাপসের লাশ দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওসি আক্কাস আরো জানান, লাশে কিছুটা পচন আসায় কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।