টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হিলির রাস্তাঘাট
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। ফলে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
আজ শনিবার দেখা গেছে, বন্দরের বেশকিছু গুদামে পানি ঢুকে পড়েছে। ফলে আমদানীকৃত পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হওয়ায় উল্টে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। এতে শুধু আমদানি-রপ্তানি কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, পথচারীরাও পড়েছেন দুর্ভোগে।
এ ছাড়া উপজেলা পরিষদ থেকে বাসস্ট্যান্ড হয়ে চারমাথা, হাসপাতাল, কলেজ, সোনারপট্টি, স্থানীয় আওয়ামী লীগ অফিস ও পানামা পোর্টের সামনের রাস্তার ওপর দিয়ে এক থেকে দুই ফুট পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া হাকিমপুর ডিগ্রি কলেজ, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং বাসস্ট্যান্ড তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার রাস্তা ঘেঁষে ড্রেন নির্মাণ করা হলেও সেগুলো কোনো কাজেই আসছে না।
পৌরসভা এলাকার ধরন্দা, কালীগঞ্জ, চণ্ডিপুর, চারমাথা, পালপাড়া, দক্ষিণপাড়া, সিপি থেকে বাজার এলাকার কয়েকশ বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি এসব এলাকার বেশির ভাগ মানুষই ঘর ও অফিসের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন। আর যাঁরা পারেননি, তাঁরা পোহাচ্ছেন দুর্ভোগ।
এদিকে পৌরসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও পানির কারণে শিক্ষার্থী উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা উঁচু না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে বন্যার সৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়ছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে।