এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তির : সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এবং যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষণের সময় এ কথা বলেন। এ সময় তিনি এ মহাসড়কের ছয় লেন প্রকল্প নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে আশঙ্কা ছিল মহাসড়কগুলোতে তীব্র যানজট হবে। কিন্তু সেটি হয়নি। মানুষের অসুবিধা হয়েছে এমন কোনো রিপোর্ট কোনো গণমাধ্যমে আসেনি। আমরা চেষ্টা করছি, যাতে নিরাপদে জনসাধারণ বাড়িতে যেতে পারে।
ঢাকা-চট্টগ্রাম ছয় লেন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আট বিলিয়ন ডলার ব্যয়ে এ মহাসড়কে ছয় লেন-বিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এটি হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাতায়াতের সময় দুই ঘণ্টা কমে যাবে।
এ সময় মন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনসহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।