হিলি সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়
আজ ১৫ আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে। একই সঙ্গে বিএসএফকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দেয় বিজিবি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় হিলি সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই মিষ্টি বিনিময় করে বিজিবি ও বিএসএফ। এ সময় বিজিবি-বিএসএফের পুরুষ সদস্য ছাড়াও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুক্ষণের জন্য হলেও এমন আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ উপভোগ করেন এই চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীরা।
এ বিষয়ে বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহবুব আলম বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফের পতিরাম ১৯৯ ও ১৮৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নামে ছয়টি মিষ্টির প্যাকেটসহ শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়েছে। এ ধরনের আন্তরিকতা ও সৌহার্দ্য আমাদের দুই বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে। এর ফলে সীমান্তের অনেক কাজ সহজেই সমাধান করা যায়।
এদিকে জানতে চাইলে ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার সুরেশ জানান, বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নামে মিষ্টির পাঁচটি প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই মিষ্টি বিনিময় করা হয়।
এর আগে হিলি সীমান্তের ভারতীয় অংশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএসএফ, কাস্টমস, পুলিশ ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনতা দিবস উদযাপন করে।