সরকারের ত্রাণ তৎপরতা একেবারেই অপ্রতুল : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহররক্ষা বাঁধ ভেঙে গিয়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। মানুষ দুঃসহ অবস্থায় বাস করছে। সরকারের ত্রাণতৎপরতা একেবারেই অপ্রতুল।’
আজ মঙ্গলবার দিনাজপুর শহরের বাঙ্গিবেচা ঘাটে বন্যাদুর্গত মানুষকে ত্রাণসামগ্রী দেওয়ার সময় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির পক্ষ থেকে ওই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
দিনাজপুরের বন্যা নজিরবিহীন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘লক্ষ করার মতো কোনো উদ্যোগ নেই।’ তিনি আরো বলেন, ‘বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে এখন ঐক্যের প্রযোজন।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘দিনাজপুর পুরো শহর ডুবে গেছে। বন্যার্ত মানুষের পাশে সরকার দাঁড়াচ্ছে না। শহরের বন্যার্তদের জন্য সরকার মাত্র তিন টন চাল এবং ২৫ হাজার টাকা দিয়েছে। যা একেবারে অপ্রতুল। পর্যাপ্ত ত্রাণ তহবিল নিয়ে উত্তরবঙ্গের এ এলাকাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা হোক।’
ত্রাণ বিতরণে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম রেজাওয়ানুল হক, মাহাবুব হোসেন, আকতারুজ্জামান মিয়া, জ্যেষ্ঠ আহ্বায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু, বোঁচাগঞ্জ বিএনপির সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপি ও অন্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।