বাংলাদেশে এখন আন্দোলন নেই : কাদের
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মুরোদ নেই, বিএনপি এখন নালিশ পার্টি ও প্রেস বিবৃতির পার্টিতে পরিণত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি এখন, এদের নাম হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি—বাংলাদেশ নালিশ পার্টি। ওই যে ঠাকুরগাঁওয়ের ফখরুল সাহেব, এখন আর কোনো কর্মসূচি নাই। কী কর্মসূচি আছে? কান্নাকাটি আর প্রেস বিবৃতি। ঘরে প্রেস বিবৃতি, আন্দোলন আছে? ঈদের আগে নাকি ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া : ঈদের পরে দুর্বার আন্দোলন। কী, আন্দোলন হলো? ঈদের পর কতদিন গেল? খালেদা জিয়ার আন্দোলন এখন লন্ডনে, টেমস নদীর পাড়ে, ভ্যানিটি ভ্যাগে। বাংলাদেশে এখন আর আন্দোলন নাই। লোকে বলে কবে হবে আন্দোলন? এই ঈদ না ওই ঈদ, রোজার ঈদ না কোরবানির ঈদ। এই বছর না ওই বছর? দেখতে দেখতে আট বছর, মানুষ বাঁচে কয় বছর?’
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ আগস্ট দিনাজপুর সফরে আসবেন। বন্যাদুর্গতদের জন্য তিনি সব ধরনের ক্ষতিপূরণ পুষিয়ে দেবেন।
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী ও শিবলি সাদিক।
এক হাজার বন্যার্তের মধ্যে পাঁচ কেজি করে ডাল ও চাল বিতরণ করা হয়।