ইয়াসমিন হত্যাকাণ্ডের ২২ বছর
আজ ২৪ আগস্ট দিনাজপুরের কিশোরী ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ২২ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কয়েকজন পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিশোরী ইয়াসমিন।
এই ঘটনায় ফুঁসে উঠে সারাদেশ। বিক্ষোভে ফেটে পড়ে দেশের সর্বস্তরের জনতা। দিনাজপুরে প্রতিবাদী জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হয় দিনাজপুর শহরের সামু, সিরাজ, কাদেরসহ সাতজন নিরাপরাধ ব্যক্তি। তখন থেকে দেশব্যাপী দিবসটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
নিহত ইয়াসমিনের মা শরিফা বেগম জানান, দিবসটি উপলক্ষে ইয়াসমিনের আত্মার মাগফিরাত কামনা করে শহরে তার গোলাপবাগ মহল্লার বাড়িতে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শহরের শেখ জাহাঙ্গীর গোরস্তানে ইয়াসমিনের কবর জিয়ারতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া মহিলা পরিষদ, বালুবাড়ী মহিলা উন্নয়ন সংস্থা, পল্লীশ্রীসহ বেশ কিছু নারী ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসমিনের কবর জিয়ারত, দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।