১৫ দিন পর দিনাজপুরে রেল চালু
বন্যার কারণে ১৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
আজ রোববার সকালে পার্বতীপুর থেকে একটি ট্রেন দিনাজপুরে আসে। এ ছাড়া আরেকটি ট্রেন দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়।
দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা জানান, এ দুই রুটে রেললাইনের কাজ সমাপ্ত করার পর রোববার সকাল থেকে ট্রেন চলাচল শুরু করেছে। আশা করা যাচ্ছে, ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারবেন।
বন্যার কারণে গত ১৩ আগস্ট থেকে দিনাজপুর-পার্বতীপুর ও দিনাজপুর-ঠাকুরগাঁও রেললাইনের ১৫ কিলোমিটার এলাকার মাটি সরে যায়। এ ছাড়া রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে রেলবিচ্ছিন্ন হয়ে পড়ে দিনাজপুর। দিনাজপুরে বন্যার পানিতে একই পরিবারের তিনজনসহ মোট ১৩ জন মারা গেছেন।