বিএনপি ভাঙলে নিজেদের কোন্দলে ভাঙবে
সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি সরকারের জন্য এই মুহূর্তে অস্বস্তির কোনো কারণ নয়। বিএনপি ভাঙার ব্যাপারে সরকারের কোনো চিন্তাভাবনা নেই। যদি ভাঙে তা নিজেদের নেতাদের কোন্দলে ভাঙবে।
আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে ফুটওভার ব্রিজের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, সংসদীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী হেড অব দ্য গভর্নমেন্ট, মন্ত্রী নিয়োগের এখতিয়ার তাঁর। তিনি কাকে মন্ত্রী বানাবেন আর কাকে বাদ দেবেন তা প্রধানমন্ত্রীর ইচ্ছা। অন্য কারো জানার কথা নয়। আবার নতুন করে মন্ত্রিপরিষদ রদবদলের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।
সড়ক রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কাজের মান খারাপ হওয়ায় এরই মধ্যে বিভিন্ন সড়কে কয়েক জায়গায় গর্ত হয়েছে। এ জন্য তিনি ফেনী-কুমিল্লা ও নোয়াখালীর কয়েকজন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সাতদিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া আসন্ন মন্ত্রণালয়ের মূল্যায়ন সভায় যেসব প্রকৌশলী ভালো কাজ করেছেন তাঁদের পুরস্কৃত করা হবে। আর যারা কর্তব্যে অবহেলা ও ফাঁকিবাজি করেছেন তাঁদের তিরস্কার করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি কখনো ভাঙে বা সেখানে ভাঙনের সুর বাজে সেটার জন্য বিএনপির নেতাদের কলহ কোন্দলই দায়ী হবে। সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে। বিএনপি সরকারের জন্য এই মুহূর্তে কোনো অস্বস্তির কারণ নয়। কাজেই ক্ষমতায় থাকার জন্য সরকারের কোনো দলকে ভাঙার গরজ নেই।’
মন্ত্রী ফেনীর লালপুল এলাকায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৩০ মিটারের ফুটওভার ব্রিজ উদ্বোধনের পর ঢাকার উদ্দেশে সড়কপথে ফেনী ত্যাগ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নোয়াখালীর চৌমুহনী-ফেনী চার লেন সড়কের প্রকল্প পরিচালক ইবনে আলম হোসাইন, ভারপ্রাপ্ত জেলা প্রসাশক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, পুলিশ সুপারের পক্ষে এএসপি (সার্কেল) আমিরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।