চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সীমান্ত ব্যবহার করে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে লোকবলসহ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে কেউ সীমান্তের কোনো পয়েন্ট দিয়ে ভারতে চামড়া পাচার করতে না পারে।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, বিজিবির ২০ ব্যাটালিয়নের দায়িত্বে থাকা জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবে যেন কোরবানির চামড়া ভারতে পাচার হতে না পারে, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তর থেকে নির্দেশনা এসেছে। সে অনুযায়ী এসব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি লোকবল বৃদ্ধিসহ টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আগামী এক মাস পর্যন্ত সীমান্তে এই কড়া নজরদারি থাকবে বলেও জানান তিনি।