গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১৫
গাজীপুরের টঙ্গী ও শফিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৫ জন।
আজ বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ডে ভাই সাজ্জাদ হোসেনকে নিয়ে দাঁড়িয়ে ছিল নটর ডেম কলেজের ছাত্র জাকির হোসেন। এ সময় ঢাকাগামী বসুমতি নামের বেপরোয়া গতির একটি বাস জাকিরকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মোহাম্মদ আলী জানান, জাকির ব্রাহ্মণবাড়িয়ার আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার পর পুলিশ বাস ও চালককে আটক করেছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের শফিপুর এলাকায় ঢাকা থেকে চন্দ্রাগামী স্কাইলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আজমেরী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক সিটেই আটকা পড়েন। ঘটনাস্থলেই স্কাইলাইন বাসের চালক মারা যান।
রফিকুল ইসলাম বলেন, দুই বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে স্থানীয় লোকজন। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।