নাট্যকার শাহজাহান শাহ আর নেই
বিশিষ্ট নাট্যকার মুক্তিযোদ্ধা শাহজাহান শাহ দিনাজপুরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
শাহজাহান শাহ দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। আজ মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের গণেশতলার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শাহজাহান শাহ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘নবরূপী’র সাধারণ সম্পাদক ছিলেন। বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি। জীবদ্দশায় অসংখ্য নাটক রচনার পাশাপাশি তিনি একজন ভালো অভিনেতাও ছিলেন। এ জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় নবরূপী প্রাঙ্গণে এবং ৫টায় দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বস্তরের মানুষ। পরে জানাজা শেষে দিনাজপুর শহরের কালীতলার সোনাপীড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।