দিনাজপুরে একজনের লাশ উদ্ধার
দিনাজপুর সদর উপজেলার নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম জানান, রোববার সকালে নিমনগর ফুলবাড়ী ডে-নাইট ক্লিনিকের গলিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।