নেত্রকোনায় হাওর ও নদীতে দেশি মাছ অবমুক্ত
নেত্রকোনায় হাওর ও নদীতে দেশীয় জাতের মাছ অবমুক্ত করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে উপজেলার সাইডুলি নদীর ভোগবাজার ঘাট ও জালিয়ার হাওরে দেশীয় বিভিন্ন জাতের লক্ষাধিক পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে শুক্রবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
পোনা অবমুক্ত শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বদরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া, পৌরসভার মেয়র আবদুল হক ভূঁইয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব প্রমুখ।
হাওরাঞ্চলে ও নদীতে দেশীয় মাছ রক্ষায় মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার।