নিখোঁজের ৯ দিন পর নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার নয় দিন পর শৌচাগারের কূপ থেকে বস্তাবন্দি অবস্থায় বেলি বেওয়া (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বেলি বেওয়ার শয়নকক্ষের পাশে পরিত্যক্ত শৌচাগারের কূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসমাল জামিল জানান, বেলি বেওয়ার স্বামী মারা গেছেন। নয় দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন বেলি।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দি গ্রামের শান্ত হোসেন (১৬) ও ভাদুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানকে (১৭) আটক করা হয়েছে।