দিনাজপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্তার এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, বাসটি ঠা্কুরগাঁও থেকে দিনাজপুরের দশমাইলের দিকে যাচ্ছিল। আর পিকআপটি দিনাজপুর থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। শালবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় গণমাধ্যমকর্মী শাহীনুর ইসলাম।