সরকার গণতন্ত্রের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পরিষদ হলে আয়োজিত জেলা মহিলা দলের সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে নেতাকর্মীদের গুম করে দেওয়া হয়েছে। এখনো খুঁজে পাওয়া যায়নি। তাঁদের বাচ্চারা এখনো তাঁদের বাবার ফিরে আসার পথের দিকে তাকিয়ে থাকে।
এ সময় মির্জা ফখরুল আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত নারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা পুরুষদের সাহস জুগিয়েছেন। আপনারা পুরুষদের পাশে দাঁড়িয়েছেন বলেই, আজ আমরা একত্রিত হয়ে নতুন সংগ্রামের দিকে এগিয়ে চলেছি।’
মির্জা ফখরুল বলেন, সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর হাত থেকে নারীরা রেহাই পায়নি। মা-বোনের নিরাপত্তা নেই। নির্যাতনের শিকার হয়েছে অনেকেই। গুম-খুনের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী।
এ সময় বিএনপির মহাসচিব আরো বলেন, খালেদা জিয়া আজ মানুষকে জাগিয়ে তুলেছেন। নয় বছর ধরে তিনি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
আলোচনা সভায় ফোরাতুন নাহার প্যারিসের সভাপত্বি বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি জেবা খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।
পরে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি, শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।